বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

*** আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯ বার পঠিত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফ হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গনেশকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গনেশকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় চিন্ময় দাসের অনুসারীরা তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা দেয়। পরর্বতীতে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচ তলায় একটি চেম্বার ভাঙচুর করে। এক পর্যায়ে আদালতের বিপরীত দিকে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে বিক্ষোভে অংশগ্রহণকারী চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত, শ্রী গনেশ এবং তাঁর অন্যান্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে।

এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাব আরও জানায়, র‍্যাব এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে যে, পরোয়ানাভুক্ত পলাতক আসামি গনেশ চট্টগ্রাম মহনগরীর কোতোয়ালী থানা এলাকায় আছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি গণেশের ওপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করা হয়। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর